চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডে শতদল স্পোটিং ক্লাব

প্রকাশ: ২০২০-০২-১৮ ১৯:৪৯:৩৭ || আপডেট: ২০২০-০২-১৮ ১৯:৪৯:৪৬

প্রদীপ শীল, রাউজানঃ

মুজিববর্ষ উপলক্ষে রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডে খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে রাউজান সরকারি কলেজ মাঠে আয়োজিত এই খেলায় সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট কমিটির আহবায়ক পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।


যুগ্ন আহবায়ক তপন দে এর সঞ্চালনায় এখানে
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাংগীর, যুগ্ন আহবায়ক সুমন দে, সদস্য সচিব আহসান হাবীব চৌধুরী হাসান, টুর্ণামেন্ট পরিচালনা পরিষদ এর সদস্য হাসান মোঃ রাসেল, সারজু মোঃ নাছের, শওকত হোসেন, মুছা আলম খান, আসাদ হোসেন, সেকান্দর হোসেন, আকতার হোসেন, জসিম উদ্দিন মুন্না, ফোরকান উদ্দিন টিপু, আরিফুল হক চৌধুরী, মোহাম্মদ আলমগীর হোসেন মেহেদী আবু ছালেক, ইমরান হোসেন ইমু, মোঃ আসিফ, আরমান শান্ত, ইমরান হোসেন জীবন, সাজ্জাদ হোসেন, হোসাইন ইকবাল, মোহাম্মদ রাসেদ, রাজু দে, তানভীর হোসেন চৌধুরী, মোহাম্মদ নাছির, তীর্থ ধর, মোহাম্মদ ইমতিয়াজ প্রমূখ।

খেলায় ফটিকছড়ি ধর্মপুর খেলোয়াড় সমিতি ৩-০ গোলো শতদল স্পোটিং ক্লাব কে পরাজিত করে ২য় রাউন্ডে উন্নীত হয়, বিজয়ী দলের ৯ নাম্বার জার্সিধারী খেলোয়াড় মোঃ আরিফ ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ৫ হাজার টাকার প্রাইজমানি গ্রহন করেন।

আগামী ২১ ফেব্রুয়ারি টুর্ণামেন্টের ৩য় খেলা অনুষ্টিত হইবে উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন হাটহাজারী আলোকন সংঘ বনাম নোয়াজিশপুর খেলোয়াড় সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *