চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

মাদকের বিরুদ্ধে সোচ্চার হোন : আনোয়ারায় ভূমিমন্ত্রী

প্রকাশ: ২০২০-০২-২১ ১৯:৩৩:২৩ || আপডেট: ২০২০-০২-২১ ১৯:৩৩:৩০


আনোয়ারা প্রতিনিধি :
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন,এলাকায় মাদক বিক্রি-ব্যবহার রোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি এসবের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে বলেন।

পাশাপাশি মাদক কারবারিদের পুলিশে দেয়ার কথা জানিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। শুক্রবার দুপুরে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বাচামাঝির জামে মসজিদে জুমার নামাজ আদায়কালে মন্ত্রী এসব কথা বলেন।


ভূমিমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন,আনোয়ারা উপকূলের জীব বৈচিত্র্যসহ সার্বিক পরিবেশ রক্ষায় সকলকে সতর্ক থাকতে হবে। এ উপকূল দিয়ে মেরিন ড্রাইভ সড়ক করার সরকারের পরিকল্পনা রয়েছে।

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিতব্য বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়ক হয়ে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ করা হবে। এটি বাস্তবায়িত হলে আনোয়ারা তথা দক্ষিণ চট্টগ্রামের চিত্র পাল্টে যাবে।


নামাজের পর ভূমিমন্ত্রী গহিরা উপকূলে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ও সিসি ব্লক নির্মাণ কাজ পরিদর্শন করেন।

এ সময় আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী,ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম,রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম,বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ,রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিন শরীফসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *