চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মজহারুল হক স্কুল এন্ড কলেজে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশ: ২০২০-০২-২২ ২৩:৫১:১৩ || আপডেট: ২০২০-০২-২২ ২৩:৫১:১৫

নিজস্ব প্রতিনিধি :

মিরসরাই উপজেলার সদর ইউনিয়নে (৯ নং) অবস্থিত মজহারুল হক চৌধুরী স্কুল এন্ড কলেজের উদ্যোগে উদ্যাপিত হয়েছে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় মজহারুল হক স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শুরু হয় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের কার্যক্রম।


এরপর শুরু হয় প্রভাত ফেরি। এতে অংশ নেয় মজহারুল হক স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীরা।


প্রভাত ফেরি শেষে বিদ্যালয় হলরুমে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মুনাজাতের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোজাহের হোসেন চৌধুরী সোহেল।


শিক্ষক মুস্তাফিজুর রহমান চৌধুরী রিয়াদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জানে আলম চৌধুরী, সহকারী প্রধান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন, মাওলানা সিহাব উদ্দিন, সমাজ সেবক কাজী নুর উদ্দিন প্রমুখ।

সবশেষে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *