চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে মাওলানা মালেক (রহঃ) দারুল আরকাম মাদ্রাসার মাহফিল সম্পন্ন

প্রকাশ: ২০২০-০২-২২ ১৬:০৮:৪৭ || আপডেট: ২০২০-০২-২২ ১৬:০৮:৫৬

মিরসরাই প্রতিনিধি :
মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের মধ্যম কুরুয়ায় অবস্থিত ‘মাওলানা শেখ আব্দুল মালেক (রহঃ) দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা’র সপ্তম বার্ষিক মাহফিল ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) মাদ্রাসা প্রাঙ্গনে পুরুষ্কার বিতরণী মাদ্রাসা গভর্নিং বড়ির সভাপতি নুর উল্ল্যাহ লিটনের সভাপতিত্বে, মাদ্রাসা প্রধান শিক্ষক মাওলানা আরিফুল ইসলামের পরিচালনায় প্রধান ওয়ায়েজের বক্তব্য রাখেন, বাঁশখালী মুনকির চর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা আবু বক্কর।

মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতে যুগ্ম সম্পাদক শেখ নাছিরের সৌজন্যে বিশেষ ওয়ায়েজের বক্তব্য রাখেন ঢাকা নারায়নগঞ্জ কামিনী মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হোসেন আজাদী। এসময় স্থানীয় আরো বহু ওলামায়েকেরাম তাশরীফ পেশ করেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইতকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার ইদ্রিস মিয়া।

মাহফিলের বিশেষ আকর্ষণ কলরব শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গজল, ক্বিরাত ও হামদে-নাত পরিবেশন করেন। অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *