চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

মির্জাখীল দরবারের পাঁচদিনব্যাপী ওরসের সমাপ্তি

প্রকাশ: ২০২০-০২-২২ ০০:৫৪:৫৭ || আপডেট: ২০২০-০২-২২ ০০:৫৫:০৬


আনোয়ারা প্রতিনিধি :

শুক্রবার সকালে শেষ হলো সাতকানিয়ার মির্জাখীল দরবারের পাঁচদিনব্যাপী ওরস শরীফের আনুষ্ঠানিকতা। গত সোমবার ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শুরু হয় ওরস।

দরবার শরীফ সূত্র জানায়, সিলসিলাহয়ে আলীয়াহ্ জাঁহাগীরিয়াহর প্রধান মারকায- মির্জাখীল দরবার শরীফে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন মৌলানা শাহ সৈয়দ মোহাম্মদ আরেফুল হাই (ক.) এবং উনার জানশীন হজরত শাহ জাহাঁগীর ইমামুল আরেফীন ড. মৌলানা শাহ সৈয়দ মোহাম্মদ মকসুদুর রহমান (ক.) এর পবিত্র তত্ত্বাবধানে বাংলাদেশের প্রায় সকল জেলা এবং বিশ্বের বিভিন্ন দেশ হতে আগত লাখো ভক্ত, মুরিদান, শুভাকাঙ্ক্ষীর উপস্থিতির সাথে দৈনিক পাঞ্জেগানা নামাজ আদায়, খতমে কোরান, খতমে গউসিয়া, তাকরির মাহফিল, মিলাদ শরীফ, ছেমা মাহফিলসহ আরো বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা পরিপালনের মাধ্যমে পাঁচদিনব্যাপী হজরত শাহ জাহাঁগীর শমসুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ মখছুছুর রহমান (ক.) এর ৫০তম পবিত্র ওরস শরীফ তথা ওফাত শরীফের সূবর্ণজয়ন্তী সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

ওরস শরীফ সুষ্ঠু, সুশৃঙ্খল, সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় মির্জাখীল দরবার শরীফ মহান আল্লাহর শোকরিয়া আদায়ের পাশাপাশি চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসার আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীসহ জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, সিভিল সার্জনসহ সবার প্রতি ধন্যবাদ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *