চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে হাতি দিয়ে দোকানে দোকানে চাঁদাবাজি

প্রকাশ: ২০২০-০২-২৪ ১২:৩৮:৪০ || আপডেট: ২০২০-০২-২৪ ১২:৩৮:৪৮

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজানে হাতি দিয়ে দোকানে দোকানে চাঁদাবাজি করছে এক ব্যাক্তি। ২৪ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০টার দিকে রাউজানে প্রবেশ করে অজ্ঞাত এক ব্যাক্তি। বিশাল আকৃতিসদৃশ হাতিটি নিয়ে লোকটি গহিরা চৌমুহনী, মুন্সিরঘাটা, ফকিরহাট বাজার, জলিল নগর বাস ষ্টেশান থেকে দোকানিদের কাছ থেকে টাকা সংগ্রহ করতে দেখা যায়।

প্রতি দোকানদার ১০/২০ করে দিচ্ছে বলে জানান মুন্সিরঘাটার টেলিফোন দোকানদার নঈম উদ্দিন। একই এলাকার রুপন দাশ জানান, প্রায় সময় হাতি নিয়ে আমাদের দোকানের সামনে আসে এক ব্যাক্তি। আমরা হাতির কাছে নিরুপায় হয়ে টাকা দিয়ে থাকি।

রাউজানে হাতি দিয়ে দোকানে দোকানে চাঁদাবাজি প্রসঙ্গে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আলমগীর আলী জানান, হাতি দেখে সার্কাসের হাতি মনে হয়েছে। কিন্তু হাতি দিয়ে টাকা হাতিয়ে নেয়া অন্যায়। এ প্রসঙ্গে হাতির পিটে বসা লোকটি জানান, সার্কাস বন্ধ থাকায় আর্থিক সংকটে আছি আমরা।

যার কারণে হাতির খাদ্য সংকট দেখা দিয়েছে। তাই হাতির খাওয়ার ক্রয় করতে মামুষের দ্বারে দ্বারে যাচ্ছি। কিছু টাকা সংগ্রহ করতে পারলে তাদের খাওয়ার দিতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *