চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

শহরে শেষ গ্রামে শুরু : অমর একুশে বই মেলা

প্রকাশ: ২০২০-০৩-০১ ১৮:০০:০০ || আপডেট: ২০২০-০৩-০১ ১৮:২৮:৫৫

খাগড়াছড়ি, প্রতিনিধি :

সারাদেশের মত খাগড়াছড়ি জেলা শহরের টাউন হল চত্ত্বরে, অমর একুশে বই মেলা শেষ হলেও ভাইবোছড়া গ্রামে শুরু হয়েছে। জেলা প্রশাসকের আয়োজনে টাউন হল চত্ত¡রে ২১ ফেব্রুয়ারি নানা আয়োজনের মধ্যদিয়ে শুরু হলেও, কোনপ্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই ২৯ ফেব্রুয়ারি রাতে মেলা শেষ হয়েছে। এতে হতাশা প্রকাশ করেছে স্থানীয় লেখক, মেলায় আগত বই প্রেমী দর্শনার্থী এবং স্টলনিয়ে মেলায় অংশগ্রহণ কারি দোকানীরা।

এদিকে শহরের টাউন হল চত্তরে হতাশার মেলা শেষ হলেও, শনিবার ২৯ ফেব্রুয়ারি বিকেলে ভাইবোনছড়া মুনিগ্রাম এলাকায় শুরু হয়েছে ২১শে বই মেলা।

ভাইবোনছড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ফিতা ও বেলুন উড়িয়ে ৪ দিনব্যাপি এই মেলা উদ্বোধন করেন, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম। ভাইবোনছড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে এই প্রথম বারের মত মেলা আয়োজন করায় আনন্দে উল্লাস প্রকাশ করেছে পুরো গ্রামবাসী।
মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সায়স্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাইবোনছড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, ৫ নং ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মুনি চাকমা ও ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইন্সার্স মোঃ শেমায়উন। এতে ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতন বিকাশ ত্রিপুরা, মেলা উদযাপন কমিটির আহবায়ক রেমং মারমা ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মংসানু মারমা প্রমূখ বক্তব্য রাখেন।

মেলায় বইয়ের ২৫ স্টল ছাড়াও নাগরদোলা, নৌকার দোলনা, মিনি ট্রেন সহ প্রতিদিন সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *