চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin

রাঙ্গুনিয়ার গোচরা ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশ: ২০২০-০৩-০২ ২৩:৪১:৫৬ || আপডেট: ২০২০-০৩-০২ ২৩:৪২:৪৭

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী বাজার পোমরা ইউনিয়নের গোচরা ব্যবসায়ী সমিতির নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যবসায়ী সমিতির অস্থায়ী কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ২৭ পদের মধ্যে ১০টি পদে ৩৩০ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে সভাপতি পদে আমির হামজা, সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম পুনরায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে সৈয়দ মুহাম্মাদ কাউছার, সহ সভাপতি মুহাম্মাদ ইকবাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাহাত হোসেন, সহ সাধারণ সম্পাদক মেহেরাজ উদ্দিন শাহীন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ উদ্দিন, অর্থ সম্পাদক মো. তফজ্জাল হোসেন মাসুদ, সাংস্কৃতিক সম্পাদক এস এম রুবেল এবং ধর্ম সম্পাদক পদে নুরুল ইসলাম তালুকদার নির্বাচিত হয়েছেন।


অন্যদিকে বিনাপ্রতিন্ধিতায় ১৭ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

তারা হলেন প্রচার সম্পাদক পদে আসিফুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম, সহ অর্থ সম্পাদক রাসু দেব চৌধুরী, সহ সাংস্কৃতিক সম্পাদক মো. কপিল উদ্দিন সোহেল, সহ ধর্ম সম্পাদক মো. জাহেদ, সহ প্রচার সম্পাদক আমির হোসেন বাছেক, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম, আইন শৃঙ্খলা সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ আইন শৃঙ্খলা সম্পাদক মো. আনোয়ার ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. ইকবাল, সহ ক্রীড়া সম্পাদক আবদুল রাজ্জাক, সদস্য পদে মো. ইউনুচ খোকন, মো. মাহফুজ পারভেজ, মো. আলম, মো. রফিক, মো. ফয়েজ।


নির্বাচন কমিশনের আহবায়ক কমিটির সভাপতি সাবেক পোমরা ইউপি চেয়ারম্যান ফজলুল কবির গিয়াসু নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সার্বিক দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশন সচিব মোজাফ্ফর আহম্মদ চৌধুরী, প্রিজাইডিং অফিসার মাস্টার নুরুল আবছার, সহ প্রিজাইডিং অফিসার জোনাইদুল আলম চৌধুরী, সহ-নির্বাচন কমিশনার আহমদ করিম, মো. দিদারুল আলম, মো. জাহাঙ্গীর আলম।

ভোট চলাকালীন সময়ে কেন্দ্রে সার্বিক দায়িত্বে ছিলেন মফজ্জল আহমদ কন্ট্রাক্টর, বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, এমরুল করিম রাশেদ, কাউন্সিলর জালাল উদ্দিন, নুরুল আবছার জসিম, সাবেক কাউন্সিলর মুফিজুল ইসলাম, আবদুল সবুর, জাহেদুল ইসলাম, মো. নুরুন্নবী, মাস্টার মুসলিম উদ্দিন, হালিম তালুকদার, মমতাজুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *