চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে মুফতি অলি উল্লাহ শাহ রঃ ‘র উরস শরীফ আগামী ১৩ মার্চ

প্রকাশ: ২০২০-০৩-০৪ ২০:৫৯:০৭ || আপডেট: ২০২০-০৩-০৪ ২০:৫৯:১৫

প্রদীপ শীল, রাউজানঃ

প্রখ্যাত অলিয়ে কামেল রাহনুমায়ে শরীয়ত ও তরীকত হাদীয়ে জামান আল্লামা মুফতি অলি উল্লাহ শাহ (রঃ) এর ৩০ তম উরস শরীফ আগামী ১৩ মার্চ।

রাউজান পৌরসভার ছত্রপাড়া মাজার প্রাঙ্গনে ধর্মীয় গাম্ভীর্যের মাধ্যমে প্রতি বছর অনুষ্ঠিত হয়। উরস সফল করার লক্ষে উরস উদযাপন কমিটির এক প্রস্তুতি সভা ৪ মার্চ অনুষ্ঠিত হয়।

নুরুল আলম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা ছগির ওসমানী।

বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা রফিক আহমেদ, অধ্যক্ষ মাওলানা হাফেজ আবু জাফর সিদ্দিকি, মাওলানা হাফেজ আব্দুল হাই, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মুঈন উদ্দিন কাদেরী, মাওলানা চৌধুরী নুরুল মোনাওয়ার, মাওলানা হাফেজ সোলায়মান সিদ্দিকী, আব্দুর রহমান চৌধুরী, আজাদ হোসেন কমিশনার, ওরস পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক আসাদ হোসেন, জসিম সিকদার, শওকত গণি চৌধুরী, কমিশনার শওকত হাসান, শাহজাদা সৈয়দ মোহাম্মদ মহিব উল্লাহ, শাহজাদা সৈয়দ মোহাম্মদ তৈয়ব উল্লাহ, মোহাম্মদ এনায়েত উল্লাহ, বাহাদুর মিয়া, অধ্যাপক নুরুচ ছাফা, মোস্তাফিজুর রহমান, জাকের হোসেন, ইউসুফ আলী, সাদিকুজ্জামান সফি প্রমুখ।

এসময় উরস শরীফ শৃংখলার সাথে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক মতামত পেশ করেন আলহাজ্ব জহুরুল ইসলাম বাহাদুর, হাজি দুলা মিয়া, মাস্টার আবদুল গাফফার, মাস্টার আবু তাহের, শওকত গনি চৌধুরী, শাহজাদা সৈয়দ মুহিব উল্লাহ, মাওঃআমানত উল্লাহ, মাওঃ আরজু হাসান, মাওঃ মাহফুজ, মাহবুব আলম, নাছির উদ্দীন, দিদারুল আলম প্রমুখ।

সভা শেষে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে দ্বীন দাওয়াত জানিয়ে আখেরী মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী হাবীবুল হোসাইন মাস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *