চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

প্রকাশ: ২০২০-০৩-০৮ ২১:২৯:২৬ || আপডেট: ২০২০-০৩-০৮ ২১:২৯:৩৫


আনোয়ারা প্রতিনিধি :
‘শিক্ষা জাতীয়করণ চাই’ শ্লোগান সামনে রেখে আনোয়ারা উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন হয়।

আনোয়ারা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন,চট্টগ্রাম আঞ্চলিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক তাপস চক্রবর্তী।

পরৈকোড়া নয়ন তারা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক এরফান চৌধুরীর স্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাদল চন্দ্র দাশ।

সম্মেলনে উপস্থিত ছিলেন বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জমান,গহিরা উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল কাদের,জেকেএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে মাহাতা পাটনীকোটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামকে সভাপতি ও গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহসান উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *