চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে বুজোর্গ আলেম মাওলানা ছেরাজুল হকের ইন্তেকাল : জানাযায় মানুষের ঢল

প্রকাশ: ২০২০-০৩-১০ ১৯:৩৫:৪৯ || আপডেট: ২০২০-০৩-১০ ১৯:৪৬:৩০



মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ের বুজোর্গ আলেমেদ্বীন সুফিয়া নুরিয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্য মাওলানা ছেরাজুল হক (৯৮) প্রকাশ ছোট হুজুর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

গতকাল রাত ২.৩০ মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেন। তিনি সুফিয়া নুরিয়া ফাযিল মাদরাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল মাওলানা আউয়ালসা হুজুরের ছোট ছেলে।

মঙ্গলবার বিকেল ৩টায় সুফিয়া ফাজিল মাদরাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সুফিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামীর সঞ্চালনায় জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সচিব ও সুফিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদের, কুমিল্লা দরবার শরীফের পীরজাদা শাহ মাহমুদ, আবুতোরাব ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম, শান্তিরহাট মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইকরামুল হক নিজামী, সুফিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুল হক সিরাজী, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার প্রভাষক শহিদুল ইসলাম, সুফিয়া মাদরাসার প্রভাষক মাওলানা নেছারুল হক নুরী, কুমিল্লা ধামতি আলিয়া মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা জমিলুর রহমান, মিঠানালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী জাহাঙ্গীর, সুফিয়া মাদরসার প্রাক্তন শিক্ষক হারিচ আহম্মদ নিজামী, মরহুমের ছোট ছেলে আতাউল হক সিরাজী প্রমুখ।

জানাযায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ রবিউল হোসেন, কর্মপরিষদ সদস্য মাস্টার নুরুচ্ছালাম, মিরসরাই থানা আমির নুরুল করিম সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মরহুমের হাজার হাজার ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দলের নেতবৃন্দ, পেশাজীবি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


মৃত্যুকালে তিনি স্ত্রী, ৯ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *