চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আব্দুল্লাহ মনির, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি

কবুতরের খাঁচার ভেতরে ইয়াবা পাচার আটক -১

প্রকাশ: ২০২০-০৩-১৪ ২০:০৭:৩০ || আপডেট: ২০২০-০৩-১৪ ২০:০৭:৩৯

 আবদুল্লাহ মনির, টেকনাফ :

কক্সবাজারে টেকনাফ নীলা ইউনিয়নে কতিপয় অসাধু ব্যক্তি পশু-পাখি ও হাঁস-মুরগী ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা কারবার চালিয়ে আসছে। কবুতরের খাঁচার ভেতরে করে অভিনব কায়দায় পাচারের সময় ইয়াবাসহ এক মোরগ-কবুতর ব্যবসায়ীকে আটক করেছে চেকপোস্টে দায়িত্বরত বিজিবি।

বিজিবি সুত্র জানায়, ১২মার্চ সকালে টেকনাফ ২বিজিবি অধীনস্থ হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে সদস্যরা হ্নীলা হতে পালংখালীগামী একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশীকালে এক ব্যক্তির আটক করে।

সাথে থাকা কবুতরের খাঁচার নীচে অভিনব কায়দায় ফিটিং করা ৬০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করে। যা গণনা করে ১২হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় হ্নীলা নাটমোরা পাড়ার আব্দু শুক্কুরের পুত্র মুরগী ও কবুতর ব্যবসায়ী মোঃ আব্দুল খালেক (২৭) কে মুঠোফোন ও নগদ টাকাসহ আটক করে।

টেকনাফ ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করে বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *