চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে মাওলানা ছেরাজুল ইসলামের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ২০২০-০৩-১৫ ০০:৫৯:৪৭ || আপডেট: ২০২০-০৩-১৫ ০০:৫৯:৫৬



মিরসরাই প্রতিনিধি :
মিরসরাই প্রেস ক্লাবের সহ-সভাপতি অধ্যাপক সাইফুল হক সিরাজীর পিতা ও উপজেলার সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছেরাজুল ইসলামের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে মিরসরাই প্রেস ক্লাবের আয়োজনে কাবের সভাকক্ষে সভাপতি মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মিরসরাই পৌর প্রশাসক আজহারুল হক চৌধুরী নওশা মিয়া।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দিন কাশ্মীর, চিনকী আস্তানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হেদায়েত উল্লাহ চৌধুরী, মীর হোসেন, কামাল উদ্দিন বিটু, দাতা সদস্য মনজুর মোর্শেদ কনক, সহ-সভাপতি সাইফুল হক সিরাজী, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, প্রচার সম্পাদক আজিজ আজহার, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, নির্বাহী সদস্য আশরাফ উদ্দিন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মিঠাছরা ইসলামিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ নিজামুল হক সাদেকী।


প্রধান অতিথির বক্তব্যে আজহারুল হক চৌধুরী নুওশা মিয়া বলেন, ‘সুফিয়া নুরিয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছেরাজুল ইসলাম ছিলেন নিরব ধর্ম প্রচারক।

উনি কোন স্বার্থ ছাড়া সারা জীবন কুরআন ও হাদীসের আলোকে ইসলাম ধর্ম প্রচার করে গেছেন। উনার পরিবারের সবাই ইসলামী শিক্ষিত হয়েছেন। যারা বর্তমানে ধর্ম প্রচার করেছেন বাবার আদর্শ ধারণ করে। উনার হাজার হাজার ছাত্র সারা দেশে বিভিন্ন স্থানে সুপ্রতিষ্ঠিত।’


প্রসঙ্গত : গত ১০ মার্চ মিরসরাইয়ের সুফিয়া নুরিয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছেরাজুল ইসলাম প্রকাশ সুফিয়ার ছোট হুজুর বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *