চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin

বনে ফিরে গেছে দলছুট সেই তিন বন্যহাতি

প্রকাশ: ২০২০-০৩-১৭ ০০:১৩:৩০ || আপডেট: ২০২০-০৩-১৭ ০০:১৩:৩৬

চকরিয়া অফিস:
কক্সবাজারের চকরিয়া উপজেলা কোনাখালী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পুরুত্যাখালী গ্রামের খদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়া সেই তিনটি দলছুট বন্যহাতি অবশেষে বনে ফিরে গেছে।

সোমবার (১৬ মার্চ) ভোর চারটার দিকে বনবিভাগ, পুলিশ ও স্থানীয় এলাকাবাসী কৌশলে চেষ্ঠা চালিয়ে হাতি গুলোকে বারবাকিয়া রেঞ্জের পঁহরচাদা বন বিটের অধিন জঙ্গলের নিরাপদ আশ্রয়স্থলে ঢুকিয়ে দেন।
এরআগে গত শনিবার গভীর রাতে দলছুট বন্যহাতি তিনটি খাদ্যের খোঁজে কোনাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুরুত্যাখালী গ্রামে ঢুকে পড়ে।

রবিবার ভোরে বন্যহাতি গুলো এলাকার কৃষকদের তাড়া খেয়ে আর জঙ্গলে ফিরে যেতে না পেরে ওই গ্রামের মাতামুহুরী নদীর তীরবর্তী মরিচ ক্ষেতে অবস্থান নেয়। দুপুরে পর্যন্ত হাতি গুলো মরিচ ক্ষেতে ব্যাপক তান্ডব চালায়। এসময় হাতি গুলোকে দেখতে গ্রামের উৎসুক জনতা ভীড় জমানোর কারণে সন্ধ্যা পর্যন্ত সেগুলো আর জঙ্গলে ফিরে যেতে পারেনি।

ফলে দীর্ঘ সময় ধরে হাতি গুলোর উপস্থিতির কারণে ওই এলাকার গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় কোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, শনিবার গভীর রাতে হঠাৎ করে গ্রামের লোকালয়ে তিনটি দলছুট বন্যহাতির আগমনে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি স্থানীয় প্রশাসনের মাধ্যমে বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর সোমবার ভোররাতে বন বিভাগ, পুলিশ ও স্থানীয় এলাকাবাসী কৌশলে চেষ্ঠা চালিয়ে হাতি গুলোকে বারবাকিয়া রেঞ্জের পঁহরচাদা বনবিটের অধিন জঙ্গলের নিরাপদ আশ্রয়স্থলে ঢুকিয়ে দেয়। ফলে পুরো গ্রামবাসীর মধ্যে স্বস্থির নি:শ্বাস ফিরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *