চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin

পেকুয়ায় ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় হামলা : আহত ১

প্রকাশ: ২০২০-০৩-১৯ ১৮:১৭:২২ || আপডেট: ২০২০-০৩-১৯ ১৮:১৭:৩০


চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারীমোড়ার কসাইপাড়া এলাকায় ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় এক ব্যক্তির উপর হামলা করা হয়েছে। গত বুধবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি মো. শের আলী (৩৬) ওই এলাকার মৃত বজল আহমদের ছেলে।


এঘটনায় গতকাল বৃহস্পতিবার শের আলী বাদি হয়ে তিন নারীর বিরুদ্ধে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে শের আলী বলেন, কসাইপাড়া এলাকায় মো. ইছহাকের স্ত্রী লায়লা বেগম, তাঁর দুই মেয়ে নাছিমা আকতার ও বেবী আকতার দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছে।

বিষয়টি স্থানীয় লোকজন জানলেও কেউ প্রতিবাদ করার সাহস পায়না। গত বুধবার সকালে একব্যক্তি ইয়াবা কিনতে এলে তাকে আর কোনো এই এলাকায় আসতে বারণ করা হয়। এতে ক্ষিপ্ত হন লায়লা, নাছিমা ও বেবি। তাঁরা তিনজনে লাঠিসোঁটা নিয়ে আমার উপর হামলা করে।

এতে আমার হাত ভেঙে যায়। শের আলী বলেন, এ ঘটনায় পেকুয়া থানার ওসিকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।


পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, লিখিত অভিযোগ পেয়ে একজন পুলিশ কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *