চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদিতে আরো ৬৭ জনের শরীরে করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৩৮

প্রকাশ: ২০২০-০৩-১৯ ১৩:৩৭:১৫ || আপডেট: ২০২০-০৩-১৯ ১৩:৩৭:২২

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

সৌদিতে নতুন করে ৬৭ জনের শরীরে করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৩৮, কোয়ারেন্টাইনে একাধিক।

সৌদি আরব থেকে জামাল হোসেন: সৌদি আরবে নতুন করে আরও ৬৭ জনের শরীরে কোভিড-১৯ করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
এদের মধ্যে (৪৫) জনই যুক্তরাজ্য, তুরস্ক, স্পেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইন্দোনেশিয়া এবং ইরাক ভ্রমণ করে এসেছিলো। এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩৮ জনে।


১৮ই মার্চ বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেয়। সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরব নিউজ এ খবর জানিয়েছে।
ইতিমধ্যে আক্রান্তদের মধ্যে থেকে ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

এ আগে দেশটিতে করোনার বিস্তার রোধে পবিত্র ওমরাহ, সকল আন্তর্জাতিক ফ্লাইট, শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র, শপিংমল, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বশেষ মক্কায় মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববী ব্যতিত সারা দেশে জুম্মা এবং মসজিদে নামাজ আদায় সাময়িক স্থগিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *