চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় দুই কোচিং সেন্টারকে জরিমানা

প্রকাশ: ২০২০-০৩-১৯ ১৯:২৬:৫০ || আপডেট: ২০২০-০৩-১৯ ১৯:২৬:৫৯


আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার দায়ে দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সদরের জয়কালী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমেদ অভিযানে নেতৃত্ব দেন।


করোনাভাইরাস প্রতিরোধে ইতোমধ্যে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। অথচ তা অমান্য করে আনোয়ারায় কিছু কোচিং সেন্টারে চলছিল শিক্ষা কার্যক্রম।

এ অবস্থায় সেসব কোচিং সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় এনসিসি ও নামবিহীন আরেকটি কোচিং সেন্টারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন,সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কোচিং সেন্টারগুলো বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *