চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

ফজলুর রহমান’ র করোনা নিয়ে একটি কবিতা

প্রকাশ: ২০২০-০৩-২০ ০০:৪১:৫৯ || আপডেট: ২০২০-০৩-২০ ০০:৪২:০৬

করোনাময় সময়ের কবিতা

ফজলুর রহমান

সংগ্রহে প্রদীপ শীল, রাউজানঃ

করোনার কবলে কবিতারা বদলাচ্ছে ক্ষণে ক্ষণে
গল্পের চরিত্রগুলো কোয়ারান্টাইনে
ইতিহাসের পাতা গেছে আইসোলেশনে।
বীরবাহু ভীত
দাপুটে বিশ্ব স্তিমিত।
হিমালয় থেকে আল্পস
কোথাও কোন আশা জাগেনি।
মক্কার মোনাজাত ভ্যাটিকেনে প্রার্থনা কমাতে
নানা নিয়ন্ত্রণ নিরন্তর।
মন্দির-প্যাগোডার ঘন্টা হয়ে পড়ছে
বনবাসে পথ হারানো পথিকের মতো একা।
উহান থেকে ইরান একই স্বরে কেঁদে
মরণকালে এক জাতিতত্ত্বের চিত্র আঁকছে।
ওয়ালস্ট্রিট থেকে ওয়েস্টমিনিস্টার নাজেহাল
হয়ে ইজ্জত হারাচ্ছে নিত্য।
রাজা আপন প্রাণ বাঁচাতে যাচ্ছে
পথে প্রজাকে দিশাহীন করে।
খেলার মাঠ শূন্য, সিনেমার পর্দা গুটানো
প্রকাশিত জীবন বাড়ি বাড়ি লুকানো।
সাইবেরিয়ার বিপুলা বরফ পারছে না
ঢেকে রাখতে।
সুদানের সাহারাও পারছে না জ্বালিয়ে
নিঃশেষ করতে।
ডাক্তার-নার্স ভাগ করতে ব্যস্ত
কাকে বাঁচানো হবে, কাকে মরতে দেয়া হবে।
কাফন পরানোর আয়োজন নেই
দাফন করার লোক নেই।
রক্তের বাঁধনও হচ্ছে তুচ্ছ
কেউ কাউকে করছে না স্পর্শ।
করোনা তোমার এতোই ক্ষমতা -শক্তি?
করোনা কহে,’আমি কেবলই এক সৃষ্টি
যেমনি নাচায়, তেমনি নাচি
স্রষ্টাই সব, তিনিই অসীম
তার হাতেই সকলের নিয়তি।’

লেখক-ফজলুর রহমান।

সহকারী রেজিস্ট্রার. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) চট্টগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *