চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

ফটিকছড়ির লেলাং ইউনিয়নে হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসীকে জরিমানা

প্রকাশ: ২০২০-০৩-২১ ০০:৪৩:৫৮ || আপডেট: ২০২০-০৩-২১ ০০:৪৪:০৫

রফিকুল আলম :

হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘুরা-ফেরা করায় ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে ৩ প্রবাসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২০ মার্চ শুক্রবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। অভিযানের সময় ম্যাজিস্ট্রেট আরো ৩ প্রবাসীকে সতর্ক করেন।


স্থানীয় ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন জানান,সরকারী নির্দেশনা মোতাবেক ১৪দিনের হোম কোয়ারেন্টাইনে না থেকে ৩ প্রবাসী স্বাভাবিকভাবে হাট-বাজার সহ বাইরে ঘুরা-ফেরা করছিল।


খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জন প্রবাসীকে ১০ হাজার টাকা করে মোট ৩০হাজার টাকা জরিমানা করেন।
চেয়ারম্যান আরো বলেন- প্রাশাসনের কাছে তথ্য আছে বিদেশ ফেরত কারা হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে চলা-ফেরা করছে। সুতারাং এখানে আমাদের করার কিছু নেই। আমরা গত ২দিন যাবত বিভিন্ন মাধ্যমে সবাইকে সরকারী নিয়ম মানার জন্য অনুরোধ জানিয়ে আসছি।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন বলেন- হোম কোয়ারেন্টাইন না মানায় কয়েকজন প্রবাসীকে জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *