চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় হোম কোয়ারেন্টিন না মানায় প্রবাসীকে জরিমানা

প্রকাশ: ২০২০-০৩-২১ ০০:৫৮:৫৪ || আপডেট: ২০২০-০৩-২১ ০০:৫৯:০১

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় সরকারি নির্দেশনা না মানায় সৌদি আরব ফেরত এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকায় নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন। তিনি বলেন, ওই ব্যক্তি দুইদিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আসে।

তিনি হোম কোয়ারেন্টিনে না থেকে বাইরে ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে তাঁর বাড়িতে গিয়ে এই অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়।

বৃহষ্পতিবার (১৯ মার্চ) একই অভিযোগে পৌরসভার দক্ষিণ ঘাটচেক এলাকায় সংযুক্ত আরব আমিরাতের আবুদাবি ফেরত এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদেশ ফেরত ব্যক্তিরা ঘরে না থেকে বাইরে ঘোরাফেরার অভিযোগ পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *