চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় গুজব রটিয়ে মূল্য বৃদ্ধি,৭ দোকানিকে জরিমানা

প্রকাশ: ২০২০-০৩-২১ ০১:১৪:৪০ || আপডেট: ২০২০-০৩-২১ ০১:১৪:৪৮


আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় বেশি দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করার অপরাধে ৭ দোকানিকে ৬৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার চাতরী চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমেদ এই জরিমানা করেন।

অভিযানে চাতরী চৌমুহনী বাজারের মক্কা-মদিনা ফার্মেসী,শেখ আবদুল্লাহ স্টোর,মনির স্টোরসহ ৭ দোকানদারকে মোট ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।


ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, দেশে করোনাভাইরাস পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে ওষুধ,চাল,পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য অতিরিক্ত দামে বিক্রির দায়ে ৭ দোকানিকে মোট ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *