চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

হিল্লোল দত্ত আলীকদম, বান্দরবান প্রতিনিধি

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়াতে কাজ করছে আলীকদমের জনপ্রতিনিধিরা

প্রকাশ: ২০২০-০৩-২৩ ২১:৪৫:১৯ || আপডেট: ২০২০-০৩-২৩ ২১:৪৫:২৪

হিল্লোল দত্ত, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: সমসাময়িক কালের সবচেয়ে আলোচিত ও ভয়াবহ ঘটনা কোভিড-১৯ বা করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে মাঠে নেমেছে আলীকদমের জনপ্রতিনিধিরা। সোমবার কয়েকজন জনপ্রতিনিধিকে ঘুরে ঘুরে লিপ্লেট ও ডেটল সাবান বিতরণ করতে দেখা গেছে। এসময় এলাকার তরুণ যুবকরাও দলে দলে ভাগ হয়ে জনসাধারণকে সচেতন করতে তুলতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি’র নের্তৃত্বে একটি দল আলীকদম বাজার এলাকায় লিপ্লেট ও সাবান বিতরণ কথা বলেন এপ্রতিনিধির সাথে। তিনি বলেন করোনা বর্তমান সময়ে মহামারী আকার ধারণ করেছে। বিশ্বের বিভিন্ন দেশে রেকর্ড পরিমান লোক মৃত্যুবরণ করছে। বাংলাদেশেও ইতিমধ্য করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এঅবস্থায় আমাদের দায়িত্ব জনগণকে করোনা থেকে বাঁচার বিভিন্ন উপায়গুলো জানিয়ে দিয়ে জনগণকে সচেতন করে তোলা। আমি বিশ্বাস করি জনগণ সচেতন কলে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যাবে। এই লক্ষ্য নিয়ে আমরা জনসাধারণকে সচেতন করার চেষ্টা করছি। এসময় আরো উপস্থিত ছিলেন ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন বিএ। অপরদিকে আলীকদম ষ্টুডেন্টস ফোরামও লিপ্লেট বিতরণ করে জনসাধারণকে করোনা হতে বাঁচার উপায়গুলো লিপ্লেট আকারে জনসাধারণের মধ্যে বিতরণ করতে দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে সাম্প্রতিক সময়ে আলোচিত করোনা ভাইরাস প্রতিরোধে আলীকদম উপজেলা প্রশাসন, সোনালী ব্যাংক আলীকদম শাখা, জোন ক্যান্টিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ওয়াশিং ডিভাইজ স্থাপনের মাধ্যকে জনগণকে হাত ধোয়ার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *