চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

করোনা ভাইরাস : সৌদিতে নতুন আক্রান্ত ২০৫, মৃত্যু ১

প্রকাশ: ২০২০-০৩-২৫ ১০:২৩:১৬ || আপডেট: ২০২০-০৩-২৫ ১০:২৪:৩৬

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি : বর্তমান সময়ে বিশ্বজুড়ে আতংকের এক নাম মরণব্যধি রোগ করোনাভাইরাস। এ করোনাভাইরাস সৌদি আরবে হু হু করে প্রতিদিন বাড়াছে এ রোগের সংখ্যা। গত ২৪-ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২০৫ জন এপর্যন্ত সর্বমোট ৭৬৭ জন ও হোম কোয়ারেন্টাইনে প্রায় ১০-হাজার।এদের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়ে সৌদিতে প্রথম একজনের মৃত্যু হয়। তিনি আফগানিস্তানের নাগরিক।

গত ২৪ মার্চ সোমবার সৌদিআরবে একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। এছাড়া নতুন করে দেশটিতে আরো ২০৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। নতুন আক্রান্তদের মধ্যে জেদ্দায় ৮২ জন, রিয়াদে ৬৯ জন, আল বাহায় ১২ জন, আল ভিসায় ৮ জন, নাজরানে ৮ জন, জিজানে ৩ জন, আল খোবার ২ জন , দাহরানে ২ জন ,মদিনায় ১ জন কে শনাক্ত করা হয়েছে। এছাড়া আবাহতে ৬ জন কাতিফে ৬ জন দাম্মামে ৬ জন করে আক্রান্ত রোগী রয়েছেন। এ নিয়ে সৌদি আরবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৬৭ জনে পৌঁছেছে । আর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৮ জন। করোনাভাইরাস প্রতিরোধ ইতিমধ্যেই বিশেষ কারফিউ জারি করেছে সৌদি সরকার। ইতিপূর্বের ঘোষনা অনুযায়ী শুধুমাত্র খাবারের দোকান, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ও ফার্মেসি ছাড়া প্রায় সকল দোকান পাট ও অফিস বন্ধ রাখা হয়েছিলো, এবং নতুন এই কারফিউ অনুযায়ী রাত ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত শুধুমাত্র ফার্মেসী ও সুপারমার্কেট খোলা রাখা যাবে, বাকি সব দোকানপাট বন্ধ থাকবে। এ সময়ে অহেতুক কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। যদি কেও এই আইন অমান্য করে ধরা পরেন তাহলে তাকে গুণতে হবে ১০ হাজার রিয়াল জরিমানা। এছাড়া একবারের বেশি আইন অমান্য করলে জরিমানা দিয়েই মুক্তি পাওয়া যাবে না। আইন ভঙ্গকারীকে তখন যেতে হবে জেলে। সোমবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঘোষণা আসে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *