চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin

করোনাভাইরাস পরীক্ষা চট্টগ্রামেও শুরু: সেব্রিনা

প্রকাশ: ২০২০-০৩-২৮ ১৮:৪৩:৪৩ || আপডেট: ২০২০-০৩-২৮ ১৮:৪৩:৪৯


 বীর কণ্ঠ ডেস্ক|


এবার চট্টগ্রামেও করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

শনিবার দুপুরে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে দেশের সবশেষ পরিস্থিতি জানাতে  অনলাইন লাইভ ব্রিফিংয়ে আসেন তিনি।
এসময় সেব্রিনা বলেন, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেও (বিআইটিআইডি) পরীক্ষা শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে পাঁচটি নমুনা পরীক্ষা হয়েছে। অর্থাৎ সেখানে সর্বমোট আটটি নমুনা পরীক্ষা হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত আইইডিসিআরে এক হাজার ৬৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪২ জনের নমুনা পরীক্ষা হয়। 

তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় আমরা আইইডিসিআরের হটলাইনে তিন হাজার ৪৫০টি কল পেয়েছি। সবগুলোই ছিল কোভিড-১৯ সংক্রান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *