চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

Faruque Khan Executive Editor

বাঁশখালীতে করোনা ক্ষতিগ্রস্থদের মাঝে চাল ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশ: ২০২০-০৩-২৮ ১৯:৪৪:৪১ || আপডেট: ২০২০-০৩-২৮ ১৯:৫৪:০৬

শফকত চাটগামী, বাঁশখালী প্রতিনিধি, বীর কন্ঠ : বাঁশখালীতে করোনা আতংকে ক্ষতিগ্রস্থ ২ সহস্রাধিক গরীব অসহায় লোকজনের মাঝে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাকসুদের পক্ষ থেকে চাল, ডাল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার বৈলছড়িস্থ নিজ বাসভবনে এ চাল ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিজনকে চাল, ডাল, লবণ, আলু, চিনি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী রয়েছে। এদিকে সারাদেশে যখন করোনা আতংকে লোকজন ঘরের বাহিরে যেতে পারছেনা ঠিক এই মুহুর্তে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাকসুদ গরীব ও অসহায় লোকজনদের পাশে এগিয়ে এসে যে দৃষ্টান্ত দেখিয়েছেন তার জন্য সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও ক্ষতিগ্রস্থ গরীব অসহায় পরিবার গুলো। স্থানীয়রা জানান, এই মহামারীতে গরীব অসহায় লোকজনদের সহযোগীতায় মো. মাকসুদের এই কার্যক্রমকে উপলব্দি করে সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাতে ক্ষতিগ্রস্থ অসহায় লোকজন অনেক উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *