চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

খাদ্য নিয়ে দরিদ্র অসহায় মানুষের দ্বারে দ্বারে সাবেক ছাত্রলীগ আহবায়ক রানা

প্রকাশ: ২০২০-০৩-৩০ ২২:০৬:৩৪ || আপডেট: ২০২০-০৩-৩০ ২২:০৬:৩৬

মিরসরাই প্রতিনিধি, বীর কন্ঠ : মহামারি করোনাভাইরাসে প্রভাবে অঘোষিত লকডাউন চলছে মিরসরাইয়ে। এতে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি অনেক মানুষ। দৈনিক কাজ করে যাদের পরিবারে খাবার যোগাড় হয়, তারা এখন ঘর থেকে বের হতে পারছেনা। এমন শ্রমজীবি, অসহায় দরিদ্র মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী মাইনুর ইসলাম রানা। গত কয়েকদিন ধরে করোনা প্রতিরোধে তিনি মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড গ্লাভস বিতরণ, হাট-বাজার ও রাস্তাঘাতে জীবানুনাশক স্পে ছেটানো সহ বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছেন। তারই ধারাবহিকতায় সোমবার (৩০ মার্চ) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। খাদ্যের মধ্যে রয়েছে ৫ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, এক কেজি পেয়াঁজ ও আধা লিটার সয়াবিন তেল। এমসয় তার সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শামসুল হুদা আরিফ, যুবলীগ নেতা শাহরিয়ার, আইনুল কবির জুয়েল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমজাদ হোসেন আয়েচ, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সহ নেৃবৃন্দ। মাইনুর ইসলাম রানা জানান, চলমান মহামারিতে কর্মহীন, অসহায় মানুষ অনেক কষ্টে দিন পার করছে। আমার ক্ষুদ্র সামর্থ থেকে ওয়াহেদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। আমি জানি এতে একটি পরিবারের জন্য খুব বেশি হবে না, তারপরও এই মহুর্তে তাদের পাশে থাকতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে। যতদিন পরিস্থিতি স্বাভাবিক হবে না ততদিন আমি এই কার্যক্রম চালিয়ে যাবো। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদের এসব অসহায় মাুষদের পাশে এগিয়ে আসার অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *