চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Faruque Khan Executive Editor

কর্মহীন অসহায় মানুষের ফোন কলের অপেক্ষায় ওসি

প্রকাশ: ২০২০-০৩-৩০ ২২:৩৩:১৬ || আপডেট: ২০২০-০৩-৩০ ২২:৩৩:২০

আব্বাস হোসাইন আফতাব,রাঙ্গুনিয়া; করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় মানুষ যারা সরকারি সহযোগিতা নিতে সংকোচ করছেন কিংবা অসহায়ত্বের কথা সমাজের কাউকে বলতে পারছেন না ফোন কল পেলে সহযোগিতার জন্য বাড়িতে পৌঁছে যাবে পুলিশ। এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম। গতকাল রোববার (২৯ মার্চ)সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে ষ্ট্যাটাস দেন তিনি। ষ্ট্যাটাসটি তুলে ধরা হলো- “ দেশকে নিরাপদ ও জাতিকে সুস্থ রাখার জন্যে রাঙ্গুনিয়ার যে সকল ভাই বোনেরা খুব কষ্টে দিনযাপন করছেন এবং যারা কারো কাছে পরিবারের অসহায়ত্বের কথা বলতে পারছেন না তাদের কলের অপেক্ষায় রাঙ্গুনিয়া মডেল থানা । আপনার কলে অল্প সময়ে পৌঁছে যাবে রাঙ্গুনিয়া থানার নির্ভীক সদস্যরা । যোগাযোগ ০১৭১২ ১৩৪৭৭৮, ০১৭৬৯ ৬৯৪৫১৯ ।” এই বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ সমাজে অনেকেই আছেন যারা কর্মহীন অসহায়। কিন্তু অসুবিধার কথা আশেপাশের কাউকে বলতে পারছেন না। কিংবা অনেকেই আছেন জরুরী প্রয়োজনে বাইরে বের হতে পারছেন না। তাঁদের জন্য ফেসবুকে এই ষ্ট্যাটাসটি দিয়েছি। দেশকে নিরাপদ ও জাতিকে সুস্থ রাখতে আমরা প্রস্তুত আছি।” পুলিশের এমন কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়ার মানবাধিকার নেতা মাহাবুবুল আলম সিকদার বলেন, “ ফেসবুকে পুলিশের এই রকম ব্যতিক্রম কার্যক্রমের উদ্যোগের বার্তাটি দেখেছি। পুলিশের এমন কার্যক্রমের উদ্যোগ সত্যিই বিরল। থানার ওসির এই রকম পদক্ষেপে সাধারণ মানুষ উপকৃত হবে। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *