চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশ হাসপাতালকে ১৩টি পিপিই প্রদান করল উপজেলা প্রাণি সম্পদ অফিস

প্রকাশ: ২০২০-০৩-৩১ ২০:০২:১৮ || আপডেট: ২০২০-০৩-৩১ ২০:০২:২৩

মো. নুরুল আলম, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:: চট্টগ্রামে চন্দনাইশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ব্যবহারের জন্য চন্দনাইশ উপজেলা প্রাণি সম্পদ অফিস ১৩ টি পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন এগুলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীর কাছে হস্তান্তর করেন। এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আরিফ উদ্দিন ইকুইপমেন্টগুলির ব্যবহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে শিখিয়ে দেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন ইমতিয়াজ হোসেন , উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩টি পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে। এতে করে আমাদের সম্মানিত ডাক্তারগণ নিরাপদে করোনা রোগীর সেবা দিতে পারবেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট এগুলি পাওয়ায় এখন তারা নিজেদের নিরাপদ রেখে রোগিদের চিকিৎসা দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *