চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

ত্রাণ সামগ্রী নিয়ে দূর্গম এলাকায় রাখাইন এসোসিয়েশন

প্রকাশ: ২০২০-০৩-৩১ ২০:১৭:২০ || আপডেট: ২০২০-০৩-৩১ ২০:১৭:২৪

খাগড়াছড়ি,প্রতিনিধি, বীর কন্ঠ : প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে খাগড়াছড়ির দূর্গম এলাকার অসহায় দিনমজুরদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে, খাগড়াছড়ির রাখাইন এসোসিয়েশন। মঙ্গলবার সকাল থেকে জেলা সদরের আপারপেরাছড়া, স্বনির্ভর এবং মাটিরাঙ্গা উপজেলার দূর্গম ভাঙ্গামুড়া, হাতিমুড়া ও চেলাছড়া এলাকার প্রায় ২শত পরিবারকে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান বিতরণ করা হয়। এসময়, রাখাইন এসোসিয়েশনের সভাপতি ক্যচিং রাখাইন, সাধারণ সম্পাদক ছেনলামং রাখাইন, লাফ্রু রাখাইন, ক্যচা রাখাইন, সমাজতান্ত্রীক ছাত্র ফ্রন্টের খাগড়াছড়ি জেলা সভাপতি শাহদাৎ হোসেন ও ভাঙ্গামুড়া এলঅকার কার্বারি ধনয় কুমার ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *