চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজান ইউনিয়নে দুই হাজার দুস্থকে ত্রাণ দিলেন চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু

প্রকাশ: ২০২০-০৩-৩১ ২১:৪৩:৪৩ || আপডেট: ২০২০-০৩-৩১ ২১:৪৩:৪৭

প্রদীপ শীল, রাউজানঃ রাউজান ইউনিয়নে দুই হাজার দুস্থ পরিবারের মাঝ চাউল, ডাল, আলু, সোয়াবিনসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ৩১ মার্চ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব সৃষ্টি হলে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র প্রদানের মহৎ উদ্দ্যোগ গ্রহন করেন স্থানীয় চেয়ারম্যান। সদর রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিএম জসিম উদ্দিন হিরুর সার্বিক ব্যবস্থাপনায় ত্রাণ কার্যক্রমে রয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ত্রান কার্যক্রম প্রসঙ্গে চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু বলেন। সাংসদ ফজলে করিম চৌধুরী নিদর্শনায় সমাজের বৃক্তশালীদের সহযোগীতায় কর্মহীন মানুষের ঘরে ঘরে ত্রাণ নিয়ে আমরা যাচ্ছি। যতদিন স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত আমারা অসচ্ছল মানুষের পাশে থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসকে মোকাবেলায় যুদ্ধ ঘোষনা করেছেন। ৭১ সালের ন্যায় আমরা করোনাকে পরাজিত করে জয়ী হবো। আমর ইউনিয়ের কোন লোক অনাহার ও অর্ধনাহারে থাকবে না। আমাদের পর্যাপ্ত খাদ্য মজুূদ রয়েছে। ইউনিয়ন যুবলীগ নেতা এনামুল হক জানান, সরকারের গৃহীত কর্মসূচীর অংশ হিসাবে আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসাবে যুবলীগ ছাত্রলীগ জনগনের পাশে দাঁড়িয়েছি। আমাদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু সার্বক্ষণিক দরিদ্র মানুষের খবরাখবর নিচ্ছেন। আমরা মহামারী করোনাকে পরাজিত করতে মানুষকে সচেতন করছি। ঘরে থাকার পরামর্শ দিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *