চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশে পুলিশ সুপারের ত্রাণ নিয়ে অসহায়দের দুয়ারে এএসপি ও ওসি

প্রকাশ: ২০২০-০৪-০১ ১৮:৪৮:১৩ || আপডেট: ২০২০-০৪-০১ ১৮:৪৮:১৯

মো. নুরুল আলম, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হকের নির্দেশনা মোতাবেক করোনা পরিস্থিতিতে কর্মহীন অবস্থায় গৃহবন্দি দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে চন্দনাইশ উপজেলায় কাঞ্চনাবাদ ইউনিয়নে কাঞ্চননগর গুচ্ছ গ্রামে ৪৬ টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন চট্টগ্রামের আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মফিজ উদ্দিন, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তী ও উপজেলার কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ । করোনা পরিস্থিতিতে কর্মহীন অবস্থায় গৃহবন্দি দরিদ্র, দিন মজুর, নিম্ন আয়ের ও শ্রমজীবী তাদের সাহায্যে জন্য চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী মধ্যে প্রাথমিকভাবে প্রতি পরিবারকে ৫ কেজি চাল,২কেজি আটা, ১ কেজি ঢাল, ১কেজি লবণ, ১ লিটার তেল সম্বলিত প্যাকেট বিতরণ করেছেন। ছবির ক্যাপশন : চন্দনাইশে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার হতে ত্রাণ সামগ্রী নিয়ে গরীব-দিনমজুর মানুষের দুয়ারে বিতরণ করছেন এএসপি মো. মফিজ উদ্দিন ও ওসি কেশব চক্রবর্ত্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *