চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

ছিটিয়া পাড়ায় পূজার টাকায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ

প্রকাশ: ২০২০-০৪-০২ ২০:১৭:২৯ || আপডেট: ২০২০-০৪-০২ ২০:১৭:৩৯

প্রদীপ শীল, রাউজানঃ রাউজান পৌরসভার ছিটিয়াপাড়া এলাকায় পূজার টাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। ২ এপ্রিল বৃহস্পতিবার সকালে এই ত্রাণ বিতরণের আয়োজন করেন ছিটিয়াপড়া সার্ব্বজনীন বিষ্ণু-দূর্গা মন্দির ও লোকনাথ সেবাশ্রম। জানা যায়, দেশে করোনাভাইরাস সংক্রামন মোকাবেলায় সরকার কর্তৃক পূজা ও অন্যান্য ধর্মীয় কর্মকান্ডে জমায়েতের নিষেধাজ্ঞা জারী করে।

এই অবস্থায় শ্রীশ্রী বাসন্তী পূজা সংক্ষিপ্ত পরিসরে করে, পূজার টাকায় মানবতার কল্যাণে কর্মহীন মানুষকে খাদ্যা দ্রব্য বিতরণের উদ্দ্যোগ গ্রহন করে স্থানীয় পূজা উদযাপন পরিষদ। প্রায় দুই’শ কর্মহীন হতদরিদ্র মানুষকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য প্রদান করা হয়। খাদ্য দ্রব্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চিকদাইর ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মো. সেলিম, স্থানীয় সমাজ সেবক সাবেক ছাত্রনেতা ফোরকান উদ্দিন টিপু

। এসময় উপস্থিত ছিলেন, এড.অসীম দাশ গুপ্ত, সুমন দাশ গুপ্ত, এড.অরুপ দাশ গুপ্ত, নান্টু দাশ গুপ্ত, ডা. মুকুন্দ বিকাশ দাশ গুপ্ত, ডা. সুবোদ দাশ গুপ্ত, মন্দির পরিচালনা কমিটি সভাপতি হারাধন দাশ গুপ্ত, মাস্টার সুমতি রঞ্জন দাশ গুপ্ত, চিত্ত সেন দাশ গুপ্ত, সৃজন দাশ গুপ্ত, সাংবাদিক প্রদীপ শীল, প্রমুখ।

স্থানীয় সসমাজ সেবক এড. অসীম দাশ গুপ্ত জানান, করোনাভাইরাস প্রার্দুভাবে সারাবিশ্ব সংকটময় মূহুর্ত অতিক্রম করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে যুদ্ধ হিসাবে ঘোষনা করছেন। এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। রাউজানের সাংসদ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখবেন। পাশাপাশি সংকটময় মুহুর্তে আমরা অনুষ্ঠিত বাসন্তী পূজা সংক্ষেপে করে, পূজার যাবতীয় টাকায় দুস্থ মানুষকে খাদ্য দ্রব্য বিতরণ করেছি। স্থানীয় সুমন দাশ গুপ্ত জানান, করোনা মোকাবেলায় পূজার চেয়ে মানবতা হচ্ছে বড় বিষয় মনে করেছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতি, ধর্ম, নির্বিশেষে কর্মহীন মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *