চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

কর্মহীন-হতদরিদ্র মানুষের মাঝে লক্ষী চাকমা’র ত্রাণ সহায়তা

প্রকাশ: ২০২০-০৪-০৩ ২১:১১:৩৭ || আপডেট: ২০২০-০৪-০৩ ২১:১১:৪১

খাগড়াছড়ি, প্রতিনিধি: খাগড়াছড়িতে মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যক্তি উদ্যোগে ১’শ ৩০ পরিবার দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারকে নিজস্ব অর্থায়নে খাদ্য ও ভোগ্যপণ্য পৌঁছে দিয়েছেন, তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক লক্ষী চাকমা। খাগড়াছড়িতে এই প্রথম হতদরিদ্র কর্মহীন দুর্গম পাহাড়ি পল্লীতে ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্যোগ।

শুক্রবার দুপুরে জেলা সদরের চরপাড়া, রোওয়া সাইয়াপাড়া, সাতভাইয়াপাড়া, আপার পেরাছড়া, বটতলীসহ ৫টি গ্রামে ১’শ ৩০ হতদরিদ্র পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। ব্যতিক্রমী এ উদ্যোগে অংশ নেন কনজিউমারস এসোসিয়েশন (ক্যাব) খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি ফুটবল একাডেমীর সভাপতি জ্যোতিষ বসু ত্রিপুরা, সা: সম্পাদক নিখিল দে, সমাজকর্মী রুতান চৌধুরীসহ স্থানীয় হেডম্যান-কার্বারীরা এসময় উপস্থিত ছিলেন। প্রতিটি পরিবারের হাতে তেল, ডাল, আলু, লবন, হলুদ গুড়া ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয়া হয়। সমাজসেবক ও ব্যবসায়ী লক্ষী চাকমা জানান, এটি আমার সামাজিক ও নাগরিক দায়বদ্ধতার অবস্থান থেকে নেয়া সীমিত উদ্যোগ। দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনে আরো বেশি মানুষকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার কার্যক্রম অব্যাহত রাখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *