চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Faruque Khan Executive Editor

তরুনদের উদ্যোগ, ঘরে ঘরে গিয়ে ৮০ পরিবারের মাঝে পৌঁছে দিল ত্রাণ

প্রকাশ: ২০২০-০৪-০৪ ১৮:০৪:২৮ || আপডেট: ২০২০-০৪-০৪ ১৮:০৪:৩৩

আব্বাস হোসাইন আফতাব, প্রতিনিধি, রাঙ্গুনিয়া : চট্টগ্রাম দিনমজুর সিরাজুল ইসলাম (৫৬)। করোনার প্রভাবে এক সপ্তাহ ধরে কাজে যেতে পারছেন না । আয় নেই, ঘরে জমা টাকাও নেই। ৪ সদস্যের সংসারে কোনো রকমে দুবেলা খাবার জুটছে। এই পর্যন্ত তিনি কোনো সহযোগিতা পাননি। হঠাৎ ত্রাণ পেয়ে খুশি তিনি। তাঁর মতো চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি গ্রামের ৮০ পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রাণ তুলে দেন “সৈয়দবাড়ি ঐক্য সংঘ” নামে স্বেচ্ছাসেবী সংগঠনের তরুন সদস্যরা। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সংগঠনের ২০ জন সদস্য এই কার্যক্রমটি চালান। ত্রান পেয়ে খুশি একই গ্রামের লাকি আকতার (৪৫)। স্বামী নেই তাঁর। খুব কষ্টে দিনযাপন করছেন তিনি। তিনি বলেন, চাল, ডাল , আলুসহ নানা নিত্য পণ্য পেয়ে তাঁর কয়েকদিন চলবে। এই বিষয়ে জানতে চাইলে সৈয়দবাড়ি তরুন ঐক্য সংঘ’র উপদেষ্ঠা মাহাবুবুল আলম সিকদার বলেন, “ করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষরা খুব কষ্টে দিন যাপন করছেন। এই সময়ে বিত্তবানদের উচিত তাঁদের পাশে দাঁড়ানো। সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছানো হয়েছে। সবাইকে বলে দিয়েছি জরুরী প্রয়োজন ছাড়া যাতে ঘর থেকে বের না হয়। এই বিষয়ে রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক মুহাম্মদ আবদুল মাবুদ বলেন, “ তরুনদের এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয় । তাঁদের দেখাদেখিতে ভালকাজে অন্যরা এগিয়ে আসবেন আশা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *