চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে হত দরিদ্রদের মাঝে সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর ত্রান

প্রকাশ: ২০২০-০৪-০৪ ১৭:৪৭:০২ || আপডেট: ২০২০-০৪-০৪ ১৭:৪৭:০৬

রফিকুল আলম, বীর কন্ঠ: ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী শনিবার ৪ এপ্রিল নাজিরহাট পৌরসভায় অসহায় হত দরিদ্রদের মাঝে ত্রান বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এইচ. এম. আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন, নাজিরহাট পৌরসভার মেয়র এস এম. সিরাজ উদ দৌল্লাহ, তরীকত নেতা মুহাম্মদ শাহ্ জালাল প্রমুখ। এ সময় পৌরসভার কাউন্সিলর ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ত্রান বিতরন কালে উপস্থিত সকলের উদ্দেশ্যে সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, আপনারা সবাই সরকারী নির্দেশনা মেনে চলুন এবং নিজে বাঁচুন, পরিবার ও সমাজকে বাঁচান। সবাইকে সব সময় সতর্ক ও সচেতনা অবলম্বন করে সামাজিক ও নিরাপদ দুরত্ব বজায় রেখে চলতে হবে। কেউ দয়া করে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষন আছেন ততক্ষন এদেশের কোন মানুষ না খেয়ে থাকবে না এবং প্রত্যেক মানুষের ঘরে ঘরে ত্রান পৌছিয়ে দেওয়া হবে। আমরাও ফটিকছড়িতে প্রশাসন ও জনপ্রতিনিধির মাধ্যমে সমন্বয় করে প্রত্যেকের ঘরে ঘরে সাধ্যমত খাদ্য সামগ্রী পৌছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা বেঁচে থাকতে ইনশাআল্লাহ ফটিকছড়িতে কোন মানুষ না খেয়ে থাকবেনা। তিনি ফটিকছড়ি উপজেলা প্রশাসন এর উদ্যেগে করোনা মোকাবেলায় গঠিত আপদ কালীন ফান্ডে মানবতার কল্যানে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য পুনরায় আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *