চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

বেলাল আহমদ বিশেষ প্রতিনিধি

লামায় পথচারী ও আট দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশ: ২০২০-০৪-০৪ ১৮:০০:১৭ || আপডেট: ২০২০-০৪-০৪ ১৮:০০:২৩

বেলাল আহমদ,লামা : বান্দরবানের লামায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (৪এপ্রিল ২০২০ ইং-) লামা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামার নবাগত সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট,সুবল চাকমা। এসময় বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা না টাঙ্গানো,পণ্যের দাম বৃদ্ধি করােনার ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় না রেখে মালামাল বিক্রির দায়ে আট দোকান এবং একটি ট্রাক গাড়িতে যাত্রী নেওয়া ও তিন পথচারীকে সর্বমোট ৭৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেন লামা থানা অফিসার ইনটার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান সহ সঙ্গীয় পুলিশ সদ্যস,বাজার ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক ও সাংবাদিক বৃন্দ। অভিযান পরিচালনার সময় সহকারি কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যজিষ্ট্রেট, সুবল চাকমা করোনা ভাইরাস সংক্রমনের আশংকায় সরকার ঘোষিত সারা দেশব্যাপী হোম কোয়ারেন্টাইন ও লকডাউন কার্যক্রমে জনসমাগম ও সামাজিক দুরুত্ব মেনে চলার পরামর্শ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *