চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Faruque Khan Executive Editor

করোনায় ‘মৃত্যুপুরী’ স্পেন তলিয়ে গেছে বন্যায়

প্রকাশ: ২০২০-০৪-০৫ ২২:১০:২৭ || আপডেট: ২০২০-০৪-০৫ ২২:১০:২৭

বিদেশ ডেস্ক| টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে গেছে করোনাভাইরাসের আরেক মৃত্যুপুরী স্পেনের অধিকাংশ এলাকা। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ৪ মাসের বৃষ্টি হয়েছে মাত্র ২৪ ঘণ্টায়। আর এতে করে পূর্ব স্পেনের অধিকাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। দেশটির কাস্তেলোঁ প্রদেশের রাজধানী কাস্তেলোঁ দে লা প্লানায় প্রায় ১ লক্ষ ৭০ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। স্পেনের আবহাওবিদরা জানিয়েছেন, বছরের এই সময় সাধারণত ৪২ মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়ে থাকে। কিন্তু এবার ২৪ ঘণ্টায় (৩১ এপ্রিল থেকে ১ মার্চ) বৃষ্টিপাত হয়েছে ১৪৭ মিলিমিটার। এছাড়া, হালকা ও মাঝারি বৃষ্টি তো চলছেই। ফলে পূর্ব স্পেন কার্যত বন্যায় তলিয়ে গেছে। এদিকে, ইউরোপের দেশ স্পেনে করোনাভাইরাস ভয়ঙ্কর দাপট দেখাচ্ছে। দেশটিতে এরই মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসের বলি হয়েছে ১১ হাজার ৭৪৪ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৩৬ জন। পুরো স্পেন এখন করোনা মোকাবেলায় ব্যস্ত। দেশটিতে জারি হয়েছে লকডাউন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হবে বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *