চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদিতে করোনাসহ নানা ব্যাধিতে ৫ বাংলাদেশীর মৃত্যু

প্রকাশ: ২০২০-০৪-০৬ ২০:১৮:১৭ || আপডেট: ২০২০-০৪-০৬ ২০:২০:৫৪

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মুহাম্মদ মানিক ও মান্নান মিয়া নামে আরো দুই বাংলাদেশি রেমিটেন্সযোদ্ধার মৃত্যু হয়েছে। জানা যায়, গত ৫ এপ্রিল রবিবার সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে মুহাম্মদ মানিক (৪০) মৃত্যু হয়েছে। মক্কা প্রবাসী মুহাম্মদ মানিকের বাড়ী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালী গ্রামে। অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে জেদ্দায় মান্নান মিয়া মৃত্যু হয়েছে।জেদ্দা প্রবাসী মান্নান মিয়ার বাড়ী মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার মাদবপুর গ্রামের আজিজুল হকের পুত্র। মান্নান মিয়া জেদ্দা ও মুহাম্মদ মানিক মক্কায় মারা গেছেন বলে জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা। এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে ৭ বাংলাদেশির মৃত্যু হয়।

এদিকে, জেদ্দায় চট্টগ্রামের সাতকানিয়ার সিরাজুল ইসলাম, মদিনায় রাঙ্গুনিয়ার নুরুল আলম চাষী, লক্ষীপুরের মো. ইউসুফ ও রাজধানী রিয়াদে ভোলার মোহাম্মদ হোসেন নামে আরো ৪ বাংলাদেশি মারা গেছেন বলে জানিয়েছেন মৃতের স্বজনরা। জেদ্দা প্রবাসী সিরাজুল ইসলাম প্রকাশ পাকিস্তানি সিরাজ বোবাদি এলাকায় স্ট্রোক করে এ রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে।সিরাজুল ইসলামের বাড়ী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিরখুল গ্রামে। মদিনা বেলাল মার্কেটের ব্যবসায়ী প্রবাসী নুরুল আলম চাষী হ্নদয় রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।নুরুল আলমের বাড়ী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে ও রাজধানী রিয়াদ প্রবাসী মোহাম্মদ হোসেনের বাড়ী ভোলা জেলায়। তবে তারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। বিশ্ব কাঁপানো মরণব্যধি রোগ করোনাভাইরাসে সৌদি আরবে এপর্যন্ত ২ হাজার ৪০২ জন আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ৩৪ জনের। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আক্রান্তদের মধ্যে ৪৭ শতাংশ সৌদি নাগরিক এবং ৫৩ শতাংশ বিদেশি নাগরিক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *