চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

প্রকাশ: ২০২০-০৪-০৬ ২০:৪৫:১৮ || আপডেট: ২০২০-০৪-০৬ ২০:৪৫:২৩

খাগড়াছড়ি,প্রতিনিধি, বীর কন্ঠ: করোনা মোকাবেলায়, খাগড়াছড়ি পৌরসভা, চালক সমবায় সমিতি, ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপ ও ট্রাক-মিনিট্রাক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী তিরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের পৌর বাস-টার্মিনালস্থ সংগঠনের কার্যালয়ে কর্মহীন বাস-মিনিবাস, ট্রাক-মিনিট্রাকের ১৫০ জন শ্রমিকের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, আলু, পিয়াঁজ ও লবন রয়েছে। এসময়, খাগড়াছড়ির পৌর মেয়র মোঃ রফিকুল আলম, চালক সমবায় সমিতির সভাপতি মধু সুধন দেবনাথ, ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিমল দেবনাথ ও ট্রাক-মিনিট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনতোষ ধর প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *