চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৪

প্রকাশ: ২০২০-০৪-১১ ১৯:১৭:৪৫ || আপডেট: ২০২০-০৪-১১ ১৯:১৭:৪৯

নিজস্ব প্রতিনিধি : মিরসরাইয়ে দুপক্ষের সংঘর্ষে ৪জন আহত হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কুরুয়া এলাকায় পৃথক এই ঘটনা ঘটে। এই বিষয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহতরা হলেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ নুরুল হুদা (৬৫), তার ছেলে শিহাব উদ্দিন, আশরাফ উদ্দিন ও সালাহ উদ্দিন। আহত আশরাফ উদ্দিন জানান, কুরুয়া এলাকার ইসমাইলের ছেলে রানা ও রিয়াদ মাটির ব্যবসা করে। একটি নতুন মসজিদ নির্মানের জন্য মাটি ভরাট করতে ওদের কাছ মাটি না নেয়ায় গতকাল আমার বাবার সাথে রানার কথা কাটাকাটি হয়। তাই ক্ষিপ্ত হয়ে শনিবার সকালে ১০-১৫ জনের একটি সন্ত্রাসী অস্ত্র, সস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। এসময় আমি আবার বাবা ও দুই ভাই আহত হই। এ ঘটনায় আমার বাবা বাদি হয়ে মিরসরাই থানায় একটি মামলা করেছেন। আমি অবিলম্বে এইসব সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি। এই ব্যাপারে মোহাম্মদ রানা বলেন, দীর্ঘদিন ধরে আমি ও আমার ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করতে থাকে নুরুল হুদা। শুক্রবার রাতে উনাকে এই বিষয়ে জিজ্ঞেস করতে গেলে তিনি তার ছেলেদের নিয়ে আমাদের দুই ভাইকে মারধর করে। এই বিষয়ে মিরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) আমিরুল মুজাহিদ বলেন, হাইতকান্দি ইউনিয়নের কুরুয়াতে মারামারির ঘটনায় নুরুল হুদা নামে এক ব্যক্তি বাদি হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। এই বিষয়ে তদন্তের জন্য নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আবুল হাশেমকে দায়িত্ব দেয়া হয়েছে। শীঘ্রই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *