চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশে দুস্থদের ত্রাণ দিল ‘প্রিয়জন যুব সংগঠন’

প্রকাশ: ২০২০-০৪-১৩ ২১:১৪:৪১ || আপডেট: ২০২০-০৪-১৩ ২১:১৪:৪৫

মো. নুরুল আলম, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সৃষ্ট হওয়া সংকটময় পরিস্থিতিতে চট্টগ্রামে চন্দনাইশ উপজেলায় আর্তমানবতার সেবায় ‘প্রিয়জন যুব সংগঠন’ নামে সংগঠনটি চন্দনাইশ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৫ শত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় চন্দনাইশে বিভিন্ন এলাকায় প্রিয়জন যুব সংগঠনেরর উদ্যোগে করোনা মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া ৫০০ শত দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের বাড়িতে সংগঠনের নিজস্ব অর্থায়নে সংগঠনের অাহবায়ক ও চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহাদাত হোসেন (খোকন) এর নেতৃত্বে ত্রাণসামগ্রী পৌঁছে দিলেন। গত ০৫ এপ্রিল -১২ এপ্রিল পর্যন্ত ৫০০ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করেন প্রিয়জন যুব সংগঠনটি।দেশের এই দুর্যোগ মূহুর্তে পরিবারের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে মহাখুশি দিনমজুর ও কর্মহীন মানুষগুলো। প্রতিটি প্যাকেটে ছিল চাউল, পেঁয়াজ ,ডাল, তেল, সাবান, মাস্কসহ নিত্য প্রয়োজনীয় জিনিস। খাদ্য সামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন প্রিয়জন যুব সংগঠনের কার্যকরি কমিটির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন টিপু, মোহাম্মদ এনাম হোসেন, মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ সোলাইমান সুমন, এলাকার সমাজসেবক মোহাম্মদ রিয়াজ, মো: তৌহিদুল ইসলাম ও মো: শাকিল প্রমুখ। ‘প্রিয়জন যুব সংগঠন’ মানবসেবা সামাজিক সংগঠনের অাহবায়ক ও চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহাদাত হোসেন (খোকন) বলেন, প্রিয়জন যুব সংগঠনের সদস্য ভাইদের অর্থায়নে আমাদের সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে করোনায় কর্মহীন মানুষের জন্য এই ক্ষুদ্র প্রয়াস। করোনার প্রভাব যতদিন থাকবে ততদিন চন্দনাইশে বিভিন্ন এলাকায় অসহায়দের জন্য সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, আসুন আমরা যার যার অবস্থান থেকে দেশের দুর্যোগময় সময়ে অসহায় খেটেখাওয়া মানুষের পাশে দাড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *