চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আব্বাস হোছাইন আফতাব রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

ইছামতী এলাকায় খাদ্য সহায়তা পেল ২৫০ পরিবার

প্রকাশ: ২০২০-০৪-১৬ ১৫:২৩:৩৬ || আপডেট: ২০২০-০৪-১৬ ১৫:২৩:৪০

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ড ইছামতী এলাকার শ্রমজীবী কর্মহীন অসহায় ২৫০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় পৌরসভার কাউন্সিলর লোকমানুল হক তালুকদার এই খাদ্য সহায়তা প্রদান করেন। বুধবার (১৫ এপ্রিল) সকালে এলাকার শ্রমজীবী কর্মহীনদের চিহ্নিত করে এই ত্রাণ সহায়তা পৌঁছে দেন তিনি। কার্যক্রমের শুরুতে এলাকার মানুষকে করোনাভাইরাস থেকে রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাজী নুরুল আলম তালুকদার, আজিমুল কদর তালুকদার, স্থানীয় নারী কাউন্সিলর নূর জাহান বেগম, এডভোকেট দিদারুল আলম, মোরশেদ তালুকদার, জাহাঙ্গীর আলম তালুকদার, ওসমান তালুকদার, হেলাল তালুকদার, আরমান তালুকদার, ফরিদ আহম্মদ তালুকদার, সাব্বির তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। লোকমানুল হক তালুকদার জানান, রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয় নির্দেশনা দিয়েছেন এই দুর্যোগে অসহায় শ্রমজীবী কর্মহীনদের পাশে দাঁড়াতে। উনার নির্দেশনা অনুযায়ী এলাকায় সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে এই ত্রাণ সহায়তার ব্যবস্থা করেছি। এলাকার কেউ যাতে অভুক্ত না থাকে সেজন্য প্রথম দফায় ২৫০ পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল সহ বিভিন্ন খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *