চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

আব্দুল্লাহ মনির, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি

২ মাস সাগরে ভেসে টেকনাফে উঠলেন ৩ শতাধিক রোহিঙ্গা : অবশেষে আটক

প্রকাশ: ২০২০-০৪-১৬ ০০:১৪:৫৫ || আপডেট: ২০২০-০৪-১৬ ০০:১৫:০১

আবদুল্লাহ মনির, টেকনাফ
কক্সবাজারে টেকনাফে মালয়েশিয়া ফেরত ৩ শতাধিক রোহিঙ্গাকে আটক করে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। বুধবার রাত ১০ টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুরের জাহাজ ঘাট থেকে তাদের আটক করে। তারা মালয়েশিয়া যেতে না পেরে এই এলাকা দিয়ে উঠার চেষ্টা করে।

টেকনাফ স্টেশন কোস্ট গার্ডের কর্মকর্তা লে.কমান্ডার এম সোহেল রানা বলেন, রোহিঙ্গা ভর্তি একটি বড় জাহাজ টেকনাফ জাহাজপুরা ঘাট দিয়ে উঠার সময় ৩ শতাধিকের মত রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা বেশ কিছু দিন আগে সাগর পথে মালয়েশিয়া যাত্রা করছিল। কিন্তু সেখানে ভিড়তে না পেরে আবার চলে আসেন।
তিনি আরো বলেন, আটককৃতদের মধ্যে বেশির ভাগ নারী ও শিশু ছিল।

উদ্ধার হওয়া রোহিঙ্গা মো.জোবাইর বলেন, গত দুই মাস আগে ৪৮২ জন রোহিঙ্গা নিয়ে একটি ট্রলার সাগর পথে মালয়েশিয়ার পথে রওয়ানা দেয়। কিন্তু সে দেশে কড়াকড়ির কারণে ঢুকতে না পেরে এখানে ফিরে আসে। সাগরে এত দিন ভাসমান ছিলাম। এখন ট্রলারে ৩৪২ জন রয়েছে। তাদের ট্রলারে ২৮ জন মারা গেছে। আটক ব্যক্তিরা উখিয়া ও টেকনাফ বিভিন্ন ক্যাম্পের ।
এদিকে স্থানীয়রা জানান রাতে বাহারছড়া ঘাটে একটি বড় টলার দেখে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয় প্রশাসন পৌঁছার আগে কিছু লোকজন বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *