চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

‘মন আছে-ধন নেই’এমন এক ক্ষুদ্র ব্যবসায়ীর খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশ: ২০২০-০৪-১৮ ২০:২২:৫৭ || আপডেট: ২০২০-০৪-১৮ ২০:২৩:০১

প্রদীপ শীল, রাউজানঃ এবার রাউজানের পূর্ব গুজরায় করোনা মোকাবিলায় কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা দিলেন মধ্যবিত্ত পরিবারের একজন দায়ালু মানুষ। অনেকের অর্থ আছে, কিন্তু মন নেই। আবার অনেকের মন আছে, কিন্তু অর্থ নেই। বিশ্বের ক্রান্তিকালে স্বদেশ ভূমির কিছু মানুষের পাশে দাঁড়ানোটা কম নয়। এমন একজন দয়ালুকে দেখা গেল খাদ্য সামগ্রী বিতরণ করতে। মন আছে, কিন্তু বেশী বেশী অর্থ নেই এমন মানুষটি হলো রাউজান মুন্সিরঘটা বটতল এলাকার লোকনাথ অটোপার্সের দোকানদার পুলিন মহাজন। ১৮ এপ্রিল শনিবার সকালে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের নিজ জন্মস্থানের ২০/২৫ জন ব্যক্তিকে খাদ্য সামগ্রী বিতরণ করতে দেখা যায়। এসময় তিনি জানান, আমি কোন দানশীল মানুষ নই। আমি কোন অর্থশালীও নই। আমি আমার প্রতিবেশীদের ক্ষুদ্র পরিসরে সহযোগীতা করছি মাত্র। সৃষ্টিকর্তা আমাকে বড় পরিসরে ত্রাণ দেয়ার মত সামর্থ্য দেয় নাই। আমি মনের তাগিদে আপন মহিমায় কিছু মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি বলেন, রাউজানের সাংসদ ও সাংসদপুত্র প্রতিদিন সাধারন কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। একজন যোগ্য নেতা ছয় লাখ মানুষের কথা সার্বক্ষণিক ভাবেন। আমরাও যদি কয়েকজন মানুষের কথা ভাবি, তাহলে রাউজান পাল্টে যাবে। তিনি বলেন, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ সাংসদের মূখপাত্র হিসাবে করোনা মোকবিলায় দিনরাত মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। আমি এই যুব নেতার প্রতি কৃতজ্ঞতা জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *