চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

মক্কার প্রবীণ রেমিটেন্স যোদ্ধা লোহাগাড়ার মনজুর আহমদের মৃত্যু

প্রকাশ: ২০২০-০৪-১৯ ২২:২৭:৪২ || আপডেট: ২০২০-০৪-১৯ ২২:২৭:৪৬

খলিল চৌধুরী,
সৌদি আরব প্রতিনিধি

সৌদি আরবের পবিত্র মক্কায় ডাইবেটিস ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সর্বজন শ্রদ্ধেয় মরহুম কাজেম আলী মাষ্টারের তৃতীয় পুত্র প্রবীণ রেমিটেন্স যোদ্ধা আলহাজ্ব মোঃ- মনজুর আহমদ (৫৫) মৃত্যু হয়েছে।

মক্কা ছাফা টাওয়ারে ব্যবসায়ী প্রবাসী আলহাজ্ব মোঃ- মনজুর আহমদ বেশ কয়েকদিন ধরে অসুস্থ হলে তাকে প্রবাসী স্বজনরা নগরীর মক্কা মেডিকেল সেন্টারে ভর্তি করেন। শারিরিক অবস্থা অবনতি হলে হাসপাতালের জরুরী বিভাগে আইসিউতে রাখেন, প্রায় এক সপ্তাহে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষ আজ ১৯ এপ্রিল রোববার সৌদি সময় দুপুর সাড়ে ১২ টার সময় চিকিৎসাধীন অবস্থায় এ প্রবীণ রেমিটেন্স যোদ্ধা মৃত্যু বরণ করেন।

আলহাজ্ব মোঃ-মনজুর আহমদের বাড়ী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মাধ্যম চুনতি মন্সেফ বাজারের পাশ্বে সিকদার পাড়া নিবাসী ঐতিয্যবাহী চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সর্বজন শ্রদ্ধেয় মরহম কাজেম আলী মাষ্টারের তৃতীয় পুত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *