চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

গহিরা ইউনিয়নে প্রধানমন্ত্রীর প্রদত্ত চাউল বিতরণ

প্রকাশ: ২০২০-০৪-২০ ১৭:২৫:১৩ || আপডেট: ২০২০-০৪-২০ ১৭:২৫:২০

প্রদীপ শীল, রাউজানঃ গহিরা ইউনিয়নে প্রধানমন্ত্রীর প্রদত্ত চাউল বিতরণ করা হয়েছে। ২০ এপ্রিল সোমবার দুপুরে দলই নগর উচ্চ বিদ্যালয় মাঠে শারীরিক দুরত্ব বজায় রেখে এই চাউল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর প্রদত্ত চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। গহিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আবছার বাঁশির সার্বিক ব্যবস্থাপনায় এই চাউল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান, প্রধানমন্ত্রী রাউজানে সাড়ে ৮২ মেট্রিক টন চাউল বরাদ্দ দিয়েছেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার নিরলস ভাবে কাজ করছে। কর্মহীন, গাড়ী চালক, কৃষক, শ্রমিক, ভিক্ষুক, ভবঘুরে, তৃতীয় লিঙ্গের লোকজন, দিনমজুর শ্রেণীর লোকজন প্রধানমন্ত্রীর দেয়া চাউল পাবে। গহিরা ইউনিয়নে চার মমেট্রিক টন চাউল ববরাদ্দ দিয়েছি। এছাড়া রাউজানের সাংসদ সকল পেশার লোকজনকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। রাউজানে কোন মানুষ না খেয়ে থাকবে না। আমাদের সব ব্যবস্থা রয়েছে। গহিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আবছার বাঁশি জানান, তার ইউনিয়নে সকল পর্যায়ের মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। কর্মহীন, হতদরিদ্র মানুষের পাশাপাশি মধ্যবিত্ত, প্রবাসী পরিবারকে আমরা খাদ্য সামগ্রী দিচ্ছি। আমরা রাতেও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *