চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।

করোনায় অসহায়দের সেবায় পৌর প্যানেল মেয়র মুজিব

প্রকাশ: ২০২০-০৪-২২ ২২:১৫:০৩ || আপডেট: ২০২০-০৪-২২ ২২:১৫:০৯

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি):

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের অসহায় হতদরিদ্রদের পাশে থেকে সেবা করে যাচ্ছেন বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সমাজসেবক আলহাজ্ব মজিবুর রহমান (মুজিব)। মহামারি এই ভাইরাসের শুরু থেকেই তিনি এলাকাবাসির পাশে থেকে অসহায়দের ঘরে ঘরে ত্রাণ পৌছে দিচ্ছেন। এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলেও জানা যায়। তাছাড়া ত্রাণ বিতরণের পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের নিয়ে সচেতনতায় মাইকিং করা, ঘরে ঘরে গিয়ে সচেতনতা বিষয়ে লিপলেট বিতরণ, স্পে বিতরণ, মাক্স বিতরণ, হ্যান্ডওয়াসসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন। সরকারিভাবে পাওয়া ত্রাণসমুহও যথাযতভাবে অসহায়দের মাঝে পৌছে দেন বলে জানা যায়। জানতে চাইলে মবিবুর রহমান (মুজিব) বলেন, মানুষ তো মানুষের জন্য। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্ববোধ থেকেই এই মহামারি দূর্যোগে অসহায় মানুষদের জন্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার এলাকার জনসাধারণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবোনা। তাদের সেবা করায় আমার প্রদান কাজ। তাই সুখে-দু:খে জীবনের প্রতিটি মুহুর্তে তাদের সেবা করে কাটাতে চাই। আমি সবাইকে অনুরোধ করবো এই মহামারি থেকে বাঁচতে ঘরে থাকুন, দুরত্ব বজায় রাখুন, ঘণ ঘণ সাবান দিয়ে হাত ধৌত করুন। অপ্রয়োজনে ঘরের বাহির হবেননা। আমরা যদি সচেতন হই তাহলেই এই মহামারি থেকে রক্ষা পাওয়া যাবে। তিনি আরো বলেন, এই মহামারিতে বিত্তবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ায় তাহলে কোন মানুষ অনাহারে থাকবেনা। মহান আল্লাহ সবাইকে এই মহামারি থেকে রক্ষা করুক সেই ফরিয়াদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *