চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

রমজানে চলাফেরা জন্য সৌদিতে কারফিউর সময় ঘোষনা

প্রকাশ: ২০২০-০৪-২২ ১২:২৫:২১ || আপডেট: ২০২০-০৪-২২ ১২:২৫:২৫

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- আগামী মাহে রমজানকে সামনে রেখে মধ্যপ্রাচ্য দেশ পবিত্র ভূমি সৌদি আরবে কারফিউতে চলাফেরা সময় ঘোষনা করছেন দেশটির সরকার। জানা যায়, সৌদি আরবের যে সমস্ত অঞ্চলে ২৪ ঘন্টার কারফিউ বলবৎ ছিলনা সেখানে সকাল নয়টা হতে বিকেল ৫ টা পর্যন্ত চলাচল করা যাবে। প্রাণঘাতি মরণব্যধি রোগ করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে গত ২ মার্চ থেকে শুরু হওয়া কঠোর নজরদারিতে যে সমস্ত শহর ও অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘন্টা কারফিউ চলমান ছিল সেখানে জরুরী চিকিৎসা সেবা, জরুরী খাদ্যদ্রব্য কেনাকাটা ও জরুরী ব্যাংকিং সেবার জন্য যার যার নির্দিষ্ট বসতি এলাকার ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে সকাল নয়টা হতে বিকেল পাচঁ টার মধ্যে বের হওয়া যাবে। ইতিপূর্বে বড় বড় শহরের মধ্যে যে সকল নির্দিষ্ট এলাকাগুলো সম্পূর্নরুপে কোয়ারিন্টিন করা হয়েছিল (আল আজল আস সিহহী আত তাম) সেখানে আগের মতোই ২৪ ঘন্টা কোনক্রমেই ঘর থেকে বের হওয়া যাবেনা। আর শুধু জরুরী নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য নিজের এলাকার ভেতরে অবস্থিত তামউইনাতে/ বাক্কালাতে যেতে পারবেন এবং জরুরী চিকিৎসার জন্য বের হতে পারবেন। দোকানে কেনাকাটার পর ভাউচার রাখবেন, পুলিশ ধরলে যাতে দেখাতে পারেন। জরুরী চিকিৎসার প্রয়োজন হলে ৯৯৭ এ কল করতে পারবেন। রমজান মাসে মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীতে সর্ব সাধারণের জন্য তারাবীহসহ ৫ ওয়াক্ত নামাজে উপস্থিতি এবং উমরা বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *