চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

আফজল মিয়া সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের উপহার সামগ্রী পেল দোহাজারী পৌরবাসী

প্রকাশ: ২০২০-০৪-২৩ ২০:৫১:৫৭ || আপডেট: ২০২০-০৪-২৩ ২০:৫২:০১

মো. নুরুল আলম, চন্দনাইশ ::

আসন্ন রমজানকে সামনে রেখে ১৫০০ কর্মহীন হতদরিদ্রের পরিবারের মাঝে আফজল মিয়া সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে গাড়ীতে করে পৌরসভার ১১টি ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পরে এলাকা বাসী খবর পেয়ে শতশত নারীপুরুষ বাড়ীতে জমায়েত হয়।
তাদেরও উপহার সামগ্রী দেন। এই সময়ে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মুফতি খোরশেদ আলম রেজবী বলেন, দেওয়ার মালিক সৃষ্টিকর্তা আমরা নামে মাত্র উছিলা। যতদিন করোনাভাইরাস মহামারি থাকবে ততদিন আমরা
পর্যায়ক্রমে উপহার সামগ্রী দিয়ে যাবো। বেঁচে থাকতে যদি মানুষের কল্যাণে টাকাপয়সা না লাগে মৃত্যুর পর ধনদৌলত দিয়ে কি হবে। তিনি আরো বলেন দেশের সংকটময় সময়ে বৃত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।

সামাজিক দুরত্বের বিষয়টি মাথায় রেখে জনসমাগম এড়িয়ে কোন ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই এসব উপহার সামগ্রী স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে হতদরিদ্রের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে।

এসব ইফতারসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে তদারকি করছেন ফান্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা খোরশেদ আলম রেজবী,উপদেষ্টা মনচফ আলী, স্থানীয় জনপ্রতিনিধি জামাল উদ্দীন মেম্বার,আলোকিত দোহাজারী ম্যাগাজিন সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবদুল গফুর রাব্বানী, আমির হোসেন,আজগর আলী, মৌলানা তৌহিদ মোস্তফা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *