চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

আব্বাস হোছাইন আফতাব রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

সড়কে পুলিশী তল্লাশী, মদভর্তি গাড়ি রেখে চম্পট চালক

প্রকাশ: ২০২০-০৪-২৫ ২০:১৪:৪০ || আপডেট: ২০২০-০৪-২৫ ২০:১৪:৪৪

প্রতিনিধি,রাঙ্গুনিয়া : চট্টগ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাদা মাইক্রোবাসে (নোহা) এক হাজার লিটার মদসহ গাড়ি জব্দ করেছে পুলিশ। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৩ টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের সেগুন বাগান এলাকার খোলা মাঠ থেকে মদভর্তি গাড়ি জব্দ করা হয়। তবে এসময় কাউকে পাওয়া যায়নি। গাড়িটি থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার বিষয় জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার সহকারি উপপরিদর্শক মকছুদ আহমেদ প্রথম আলোকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী করোনার সংক্রমন রোধে সড়কে গাড়ি চলাচল সীমিত রাখতে পুলিশ রাঙ্গুনিয়ার গুরুত্বপূর্ন স্থানে তল্লাশী চৌকি বসায়। পুলিশী টহলের সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে খোলা মাঠে সাদা গাড়ি দেখতে পেয়ে অভিযান চালানো হয়। কৌশলে গাড়িটি খুলে ভিতরে রাখা এক হাজার লিটার চোলাই মদ পাওয়া যায়। গাড়ির ভিতর থেকে একটি নাম্বার প্লেট উদ্ধার করা হয়। গাড়ির সামনে লাগানো নাম্বার প্লেটের সাথে ওই নাম্বারের মিল নেই। গাড়িটি অবৈধ হতে পারে। পার্বত্য এলাকা থেকে চট্টগ্রাম শহরে পাচারের জন্য এসব মদ নিয়ে যেতে চাইলে সড়কে পুলিশের টহল দেখে গাড়িটি রেখে চালক পালিয়েছে ধারনা করা হচ্ছে। অজ্ঞাত গাড়ির চালক ও মালিকের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করা হবে জানান পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *